Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Sylhet-Sunamganj Bypass Road
Details

সিলেট-সুনামগঞ্জ সড়কটি সুনমাগঞ্জ সদর ও অন্যান্য উপজেলা হতে সিলেট ও তৎসংশ্লিষ্ট এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম। উক্ত সড়কের মাধ্যমে ছাতকের শিল্পাঞ্চল হতে উৎপাদিত দ্রব্যাদি এবং সুনামগঞ্জ হতে আহরিত পাথর, বালু ও উৎপাদিত কৃষিজাত দ্রব্যাদি দেশের অন্যত্র পরিবহন করা হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন টাঙ্গুয়ার হাওড়, লাউড়েরগড়, হাসন রাজার বাড়ি ইত্যাদি দর্শনের জন্যে পর্যটকগণ এই সড়কটি ব্যবহার করে থাকেন। ক্রমবর্ধমান যানবাহনের কারণে ও সড়কটির গুরুত্বের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণের প্রতিশ্রুতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় “সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন” নামে একটি প্রকল্প গত ২৯/০৩/২০১৬ ইং তারিখে একনেকে অনুমোদিত হয়েছে।

প্রকল্পের আাওতায় সিলেট সড়ক বিভাগের অধীন দুইটি প্যাকেজ রয়েছে। ইতোমধ্যে ১টি প্যাকেজের (PW1b) আওতায় ১০.৮ কোটি টাকা ব্যয়ে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে উদ্ভোধন করেন।

অন্য প্যাকেজের (PW1a) আওতায় সিলেট-সুনামগঞ্জ সড়কে ৩৩ কোটি টাকা ব্যয়ে (চুক্তি মূল্য) টুকের বাজার হতে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কাংশ প্রশস্তকরণ সহ টুকের বাজারে ১টি নতুন সেতু নির্মাণ ও ৯টি কালভার্ট পুন:নির্মাণের লক্ষ্যে ০২/০৭/২০১৮ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়েছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন হবে।