Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর সিলেট জোন/ সার্কেল এর অধীন “সিলেট সড়ক বিভাগ” ১৯৩১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই সড়ক বিভাগের অধীন মোট ৪ টি সড়ক উপ-বিভাগ রয়েছে যথা : সিলেট সড়ক উপ-বিভাগ, গোলাপগঞ্জ সড়ক উপ-বিভাগ, বিশ্বনাথ সড়ক উপ-বিভাগ এবং যান্ত্রিক সড়ক উপ-বিভাগ। এ সড়ক বিভাগের আওতাভূক্ত মোট সড়ক সংখ্যা ২৮ টি যার মোট দৈর্ঘ্য ৫৪৫ কি.মি.। তন্মধ্যে জাতীয় মহাসড়ক ৭ টি, দৈর্ঘ্য ১৩৮ কি.মি.; আঞ্চলিক মহাসড়ক ৮টি, দৈর্ঘ্য ১৬৩ কি.মি. এবং জেলা মহাসড়ক ১৩ টি, দৈর্ঘ্য ২৪৪ কি.মি.।